আজকাল ওয়েবডেস্ক : বিহার থেকে গ্রেপ্তার করা হল এক বাংলাদেশী নাগরিককে। তার ওপর অনেক দিন ধরে সন্দেহ ছিল বিহার পুলিশের। তাকে নজরে রাখা হয়। এরপর হটাৎ তাকে গ্রেপ্তার করে বিহার পুলিশ।
জানা গিয়েছে তিনি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর বৌদ্ধ সন্ন্যাসীর ভেক ধরে এদেশেই থাকছিলেন এক বাংলাদেশী নাগরিক। গত শুক্রবার গয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই বক্তিকে। গোয়েন্দারা জানিয়েছেন, গত আট বছর ধরে একাধিক ভুয়ো পরিচয়ে ভারতে থাকছিলেন বাবু জো বড়ুয়া ওরফে রাজীব দত্ত।
গয়ার একটি বৌদ্ধ মন্দিরে সন্ন্যাসী পরিচয়ে থাকছিলেন বরুয়া। শুক্রবার থাইল্যান্ডে যাবেন বলে গয়া বিমানবন্দরে আসেন। অভিযুক্তের নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার সময় কাগজপত্রে গলদ ধরা পড়ে। তখনই স্পষ্ট হয় যে বৈধ পাসপোর্ট, ভিসা ছাড়াই ভারতে বসবাস করছিলেন বড়ুয়া।
প্রশাসনকে বোকা বানাতে জাল নথি ব্যবহার করেন তিনি। তদন্তে নেমে জানা যায়, আগেই এই ব্যক্তির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছিল। গয়ার মগধ মেডিক্যাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বাবু জো বড়ুয়া ওরফে রাজীব দত্তকে।
