আজকাল ওয়েবডেস্ক: কিছু সময়ের ব্যবধানে কেঁপে উঠল কাশ্মীরের বারামুলা। প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৯ এবং দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৪.৮। তবে এই কম্পনের জেরে কোনও সম্পত্তি বা জীবনহানির ঘটনা হয়নি। মেট্রোলজিক্যাল বিভাগের অধিকর্তা মুক্তার আহমেদ জানিয়েছেন, এদিন সকাল ৬ টা ৪৫ মিনিটে প্রথম কম্পন ঘটে।
জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার মাটির ৫ কিলোমিটার গভীর ছিল এই কম্পনের উৎসস্থল। এরপর দ্বিতীয় কম্পনটি ঘটে সকাল ৬ টা ৫২ মিনিটে। বারামুলা জেলার মাটির ১০ কিলোমিটার গভীর ছিল এই কম্পনের উৎসস্থল। এদিন কম্পনের জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা নিজেদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। নিজেদের পরিচিত ব্যক্তিদের ফোন করে তাঁরা খোঁজ নিতে থাকেন।
প্রসঙ্গত, কাশ্মীর ভ্যালি ভূমিকম্পপ্রবণ এলাকা। তাই এখানে বারে বারে কম্পনের ঘটনা ঘটেছে। ২০০৫ সালের ৮ অক্টোবর কাশ্মীরে মারাত্মক একটি ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। সেবারে ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছিল। তবে এবারের ঘটনা অতটা বেশি না হওয়ার ফলে কিছুটা স্বস্তি ফিরল ভূস্বর্গে।
