আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় গাড়ির রেজিস্ট্রেশন প্লেটের ইতিহাসে তৈরি হল এক অনন্য রেকর্ড। বুধবার (২৬ নভেম্বর) অনলাইন নিলামে ‘HR88B8888’ নম্বর প্লেটটি বিক্রি হয়েছে অভাবনীয় ১ কোটি ১৭ লক্ষ টাকাতে—যা দেশে এখন পর্যন্ত সর্বাধিক মূল্যে বিক্রি হওয়া নম্বরপ্লেট।
হারিয়ানার নিয়মিত VIP বা ফ্যান্সি নম্বার নিলামের অংশ হিসেবেই এই নিলামটি সম্পন্ন হয়। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত চলা এই প্রতিযোগিতামূলক বিডিং-এ যোগ দিয়েছিল বহু আগ্রহী ক্রেতা। মাত্র ৫০ হাজার টাকা বেস প্রাইস থেকে শুরু হয়ে বিডের সংখ্যা দাঁড়ায় ৪৫-এ; দুপুরের মধ্যে দাম পৌঁছে যায় ৮৮ লক্ষে, এবং চূড়ান্ত ফলাফলে তা গিয়ে থামে ১.১৭ কোটিতে।
হারিয়ানার পরিবহন দপ্তরের fancy.parivahan.gov.in পোর্টালে নিয়মিতভাবে VIP নম্বরের নিলাম হয়। সাম্প্রতিক সময়ে এই অনলাইন পোর্টালটি উচ্চ-মূল্যের প্লেট বিক্রির দিক থেকে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। গত সপ্তাহেই ‘HR22W2222’ নম্বরটি বিক্রি হয়েছিল ৩৭.৯১ লক্ষ টাকায়, যা সে সময় ছিল সর্বোচ্চ। কিন্তু ‘HR88B8888’ সেই রেকর্ডকে বহু দূরে ছাড়িয়ে দিল।
কেন এত দাম পেল ‘HR88B8888’?
এই নম্বরের জনপ্রিয়তার পেছনে রয়েছে এর চমৎকার ভিজ্যুয়াল অ্যাপিল—‘৮’, ‘৮৮’ এবং চারটি ধারাবাহিক ‘৮’-এর সমন্বয় একে অত্যন্ত আকর্ষণীয় ও সৌভাগ্যসূচক হিসেবে বিবেচিত করে। সাংখ্যিক দৃষ্টিকোণ থেকে ‘৮’কে অনেকেই সমৃদ্ধি, স্থায়িত্ব এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে মানেন। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যবর্তী বড় হাতের ‘B’। ইংরেজি বর্ণমালায় ‘B’–এর গঠনগত মিলও অনেকাংশে ‘৮’-এর মতো। ফলে পুরো প্লেটটি দেখতে ‘৮’-এর ধারাবাহিকতার মতো লাগে, যা ক্রেতাদের কাছে বাড়তি আবেদন সৃষ্টি করে।
এছাড়াও নম্বরটির গঠনও যথেষ্ট বিশেষত্ব বহন করে—
‘HR’: হারিয়ানা রাজ্যের কোড
‘88’: নির্দিষ্ট RTO জেলার পরিচয়
‘B’: সিরিজ কোড
‘8888’: আলাদা চার অঙ্কের ইউনিক নম্বর
দৃষ্টিনন্দন ধারাবাহিকতা, বিরলতা এবং প্রতীকী অর্থ—এই তিনের সমন্বয়েই নম্বরটি নিলামে ঝড় তোলে।
দেশে VIP নম্বরের চাহিদা বাড়ছে
ভারতে ধনী ক্রেতাদের মধ্যে VIP নম্বর প্লেট কেনার প্রবণতা এখন দ্রুত বাড়ছে। এই প্লেটগুলোর দাম অনেক সময় গাড়ির আসল দামের কাছাকাছি, এমনকি তার থেকেও বেশি হয়ে যায়। বিলাসবহুল গাড়ির মালিকদের কাছে এসব নম্বর হয়ে উঠেছে স্টাইল, স্ট্যাটাস এবং আলাদা পরিচয়ের প্রতীক।
এর আগে চলতি বছরই আলোচনায় এসেছিলেন কেরালার প্রযুক্তিবিদ ও বিলিয়নিয়ার ভেনু গোপালকৃষ্ণন। তিনি তাঁর Lamborghini Urus Performante-এর জন্য ‘KL 07 DG 0007’ নম্বরটি কিনেছিলেন প্রায় ৪৫.৯৯ লক্ষ টাকা দিয়ে। বিখ্যাত ‘০০৭’ জেমস বন্ড কোডের প্রতি শ্রদ্ধা থেকে তিনি এই নম্বরটি নেন, যা বিলাসবহুল গাড়ির মহলে বিশেষ আলোড়ন তোলে।
পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, VIP নম্বর প্লেটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ রাজ্যগুলোর রাজস্ব বাড়াতে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ডিজিটাল নিলাম ব্যবস্থা চালুর পর থেকে বিডিং অনেক স্বচ্ছ, দ্রুত এবং প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। ‘HR88B8888’-এর এই দুঃসাহসিক মূল্য ভবিষ্যতে আরও উচ্চমূল্যের বিডকে উস্কে দেবে বলে বিশেষজ্ঞদের মত।
ভারতে ফ্যান্সি নম্বর কেনার দৌড়ে এখন নতুন মানদণ্ড স্থাপন করল ‘HR88B8888’। এই রেকর্ড আগামী দিনগুলিতে আরও আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।
