আজকাল ওয়েবডেস্ক: জলের হাহাকার দিল্লিতে, সংকট বিদ্যুতেরও। বৃহস্পতিবার জানা গেল, উভয় সংকট নিয়ে এবার জেলবন্দী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আপ নেত্রী, মন্ত্রী অতীশি এবং সাংসদ রাঘব চাড্ডা। জানা গিয়েছে এদিন তাঁরা তিহারে গিয়ে কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন। সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য আপ সুপ্রিমো তাঁদের নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। 

জলের হাহাকার দেশের রাজধানীতে। হস্তক্ষেপ করতে হয়েছে আদালতকে। দেশের শীর্ষ আদালত হিমাচল প্রদেশকে নির্দেশ দিয়েছিল, পরিস্থিতি মোকাবিলায় তারা যেন ১৩৭ কিউসেক জল দেয় হরিয়ানাকে। তাহলে সেই জল হরিয়ানা সরকার দিতে পারবে দিল্লিকে। বৃহস্পতিবার হরিয়ানা সরকার আদালতে জানিয়েছে, নির্দেশানুসারে অতিরিক্ত জল এখনও হিমাচল সরকার দেয়নি হরিয়ানাকে। এসবের মাঝে জেলবন্দী কেজরির সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী এবং দলের সাংসদ। সাক্ষাতের পর অতীশি বলেন, আপ সুপ্রিমো এই মুহূর্তে নিজের চেয়ে বেশি দিল্লির বাসিন্দাদের নিয়ে চিন্তিত। তিনি জল এবং বিদ্যুৎ সম্পর্কিত সমস্ত তথ্য জিজ্ঞাসা করেছেন এবং জানিয়েছেন জেলে টিভিতে তিনি দিল্লির জলের সমস্যার কথা জেনেছেন। সমস্যা সামধানে কী বার্তা দিলেন দলনেতা? অতীশি সংবাদমাধ্যমে জানিয়েছেন, কেজরিওয়াল সকল আপ বিধায়কদের সকল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। এবং এলাকার মানুষে জন্য জল সরবরাহের সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। জেল সূত্রের খবর আপ মন্ত্রী এবং সাংসদ প্রায় আধঘন্টা কথোপকথন করেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। এর আগে বুধবার সুনীতা কেজরিওয়াল এবং ভগবন্ত মান তাঁর সঙ্গে জেলে দেখা করেছেন।