আজকাল ওয়েবডেস্ক: ২০১৫ সাল থেকে শুরু হয়েছিল অটল পেনশন যোজনা। এখানে যারা নাম লেখান তারা নিশ্চিত পেনশন পেয়ে যান। এখানে পেনশনের টাকা রয়েছে মাসে ১ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত। এখানে নাম নথিভুক্ত করতে হলে আপনার বয়স ১৮ থেকে শুরু করে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। তাহলেই ৬০ বছরের পর আপনি একটি নিশ্চিত পেনশন পেতে পারবেন।

 

ভারতের প্রতিটি নাগরিক এই পেনশন যোজনার নাম লেখাতে পারেন। যারা বেসরকারি সংস্থার কর্মী তাদের কাছে অটল পেনশন যোজনা একটি নিশ্চিত পেনশনের পথ। তবে যদি কোনও কারণে কেউ এখানে টাকা রাখতে না পারেন বা কয়েকমাসের জন্য দিতে না পারেন তাহলে তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে।

 

যদি এমন ঘটনা হয় তাহলে আপনি নিজের সময়মতো সেই টাকা ফের দিতে পারেন এই প্রকল্পে। সেখানে সামান্য কিছু টাকা ফাইন দিতে হবে আপনাকে। তবে সেই ফাইনের টাকা বেশি হবে না। সাধারণভাবে অন্য পেনশন প্রকল্পের মধ্যে এই সুবিধা থাকে না। তবে অটল পেনশন প্রকল্পে এই সুবিধা রয়েছে। এক দেখে নিন কত চার্জ লাগতে পারে আপনার। 

 


১০০ টাকা পর্যন্ত চার্জ লাগবে ১ টাকা। ১০১ থেকে ৫০০ টাকা পর্যন্ত চার্জ লাগবে ২ টাকা। ৫০১ থেকে ১০০০ টাকা পর্যন্ত চার্জ লাগবে ৫ টাকা এবং ১০০১ টাকার বেশি হলে চার্জ লাগবে ১০ টাকা করে। যদি কারও ১৫০০ টাকা বিনিয়োগ হয় তাহলে সেখানে ফাইন দিতে হবে ১০ টাকা।