আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে ফিরছিলেন বাড়ি। মাঝপথেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে সকলে। একসঙ্গেই প্রাণ হারালেন একই পরিবারের সাতজন। আহত হয়েছেন আরও অনেকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। পুলিশ জানিয়েছে, রবিবার রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সিধি-বাহরি রোডে। যাত্রীবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই গাড়ির সাতজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন।
পুলিশ আরও জানিয়েছে, গাড়িটি মৈহারের দিকে যাচ্ছিল। তাতেই ছিলেন এক পরিবারের সদস্যরা। ট্রাকটি বাহরি থেকে সিভির দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির মুখোমুখি সজোরে ধাক্কা মারে ট্রাকটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে।
ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিধি জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সাতজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ন'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের রেওয়া জেলায় স্থানান্তরিত করা হয়েছে। এদিকে ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।
