আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মণিপুরে এক ভয়াবহ ঘটনা ঘটেছে৷ একদল বন্দুকধারীর গুলিতে এক বৃদ্ধা সহ কমপক্ষে ৪ নিহত হয়েছেন৷ চুরাচাঁদপুর জেলায় ঘটে ঘটনাটি।আকস্মিক এই ঘটনায় সবাই ভীত সন্ত্রস্ত। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মংজাং গ্রামের কাছে এই হামলা চালানো হয়। ভুক্তভোগীরা একটি গাড়িতে যাচ্ছিলেন। এমন সময়েই হামলা চালানো হয়। দুপুর ২ টো নাগাদ ঘটনাটি ঘটে। মংজং চুরাচাঁদপুর শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূর। প্রাথমিক তদন্তে জানা যায় তাঁদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে। 

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থল থেকে ১২টিরও বেশি খালি শেল উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। পুলিশ এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।