আজকাল ওয়েবডেস্ক: মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দলবেঁধে। সেখানেই ভোজের আয়োজন করা হয়েছিল। ভক্তিভরে সেই প্রসাদ খেয়েই ঘটল বিপত্তি। এক, দু'জন নন, একে একে অসুস্থ হয়ে পড়লেন গ্রামের দুই শতাধিক বাসিন্দা। যাঁদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। শিবপুরী জেলার মামনী কলা গ্রাম পঞ্চায়েতের এক মন্দিরের প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই গ্রামের বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ওই মন্দিরে গতকাল বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। মন্দির কমিটির তরফেই গ্রামের বাসিন্দাদের ভোজ খাওয়ার নিমন্ত্রণ জানানো হয়। দুপুরবেলা সদলবলে সেই ভোজ খেতে গিয়েছিলেন। মন্দিরের প্রসাদ খেতেই অসুস্থ হয়ে পড়েন শ'য়ে শ'য়ে বাসিন্দা।
স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ওই গ্রামের দুই শতাধিক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছন। যাঁদের মধ্যে ৬০ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রসাদ খাওয়ার পর ঘনঘন বমি, ডায়রিয়া, জ্বরের মতো উপসর্গ দেখা যায় সকলের মধ্যে। সম্ভবত ওই প্রসাদ খেয়ে বিষক্রিয়া হয়েছে। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তার গুণমান। ঘটনার তদন্ত জারি রয়েছে।
