আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–পাক যুদ্ধের আবহে বড় ভবিষ্যদ্বাণীর কথা প্রকাশ্যে এল। যদিও অনেক আগেই এই ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী স্বামী যোগেশ্বরানন্দ গিরি। 


দুই দেশের মধ্যে টেনশনের আবহে এই পুরনো ভবিষ্যদ্বাণী রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে ওই জ্যোতিষী দাবি করেছিলেন, চলতি বছরের ৩০ মে নাকি মহাভারতের মতো যুদ্ধ হবে। আর তারপর ভারতের স্বর্ণযুগের শুরু হবে।


ওই পুরনো ভিডিওয় স্বামী যোগেশ্বরানন্দ গিরিকে বলতে শোনা গিয়েছে, ৩০ মে তৈরি হওয়া গ্রহের সারিবদ্ধতা মহাভারতের মতো ঐতিহাসিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তাঁর দাবি এই ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিদ্যার গণনার উপর ভিত্তি করে তৈরি। শুধুমাত্র অনুমান নয়।


তাঁর কথায়, ‘‌৩০ মে তারিখের দিকে একটি গ্রহ সমীকরণ তৈরি হচ্ছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ছয়টি গ্রহের এই অবস্থান মহাভারতের সময় বা অতীতে বড় যুদ্ধের সময় দেখা গঠনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি সম্পূর্ণ গাণিতিক বিষয়। কোনও অনুমান কিন্তু নয়।’‌ তাঁর আরও দাবি ছিল, এটি কোনও ব্যক্তিগত মতামত নয়, বরং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ফলাফল। তাঁর কথায়, এগুলো কয়েকটি সূত্র। 

?ref_src=twsrc%5Etfw">May 7, 2025


ওই পুরনো ভিডিওয় তাঁর দাবি, মহাভারতের মতো যুদ্ধ লাগলেও তার পরেই নাকি ভারতে স্বর্ণযুগ শুরু হবে। ওই জ্যোতিষীর দাবি, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামও নাকি ভারতের এই স্বর্ণযুগের স্বপ্ন দেখেছিলেন। তাঁর দাবি, সেই সম্ভাবনা এখন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।


এটা ঘটনা পহেলগাঁও হামলার পর ‘‌অপারেশন সিঁদুর’‌ এর মাধ্যমে প্রত্যাঘাত করেছে ভারত। তারপর থেকে দুই দেশেই রয়েছে টেনশন। বৃহস্পতিবার রাত থেকেই যা আরও বেড়েছে। পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের একাধিক জায়গায়। ভারতও পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে। এই আবহে স্বামী যোগেশ্বরানন্দ গিরির ভবিষ্যদ্বাণী রীতিমতো ভাইরাল হয়ে উঠল।