আজকাল ওয়েবডেস্ক: প্রত্যন্ত গ্রামে এখনও তন্ত্র সাধনা করেন মহিলারা। তন্ত্র-মন্ত্রে পুরুষদের ছাগল বানিয়ে দেন। তারপর ছাগল থেকে মানুষে পরিণত করে, রতিক্রিয়ায় লিপ্ত হন। গ্রামের মহিলাদের এমন কাণ্ড ঘিরে সম্প্রতি পডকাস্টে মন্তব্য করেন অসমের এক ইনফ্লুয়েন্সার। যা ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য। যুবকের ভুয়ো দাবি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিষেক কর নামের এক ইনফ্লুয়েন্সার দাবি করেন, অসমের মরিগাঁও জেলার মায়ং গ্রামে এখনও তন্ত্র সাধনার চল রয়েছে। গ্রামের মহিলারা পুরুষদের ছাগল বা যেকোনও পশুতে পরিণতি করেন তন্ত্র-মন্ত্রে। এরপর ছাগল থেকে আবার মানুষে পরিণত করেন। তারপর তাঁদের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। 

ইনস্টাগ্রামে তিন মিলিয়ন ফলোয়ার অভিষেক করের। অসমের ঐতিহ্য, ইতিহাস এবং রীতি, আচার-অনুষ্ঠান নিয়ে ব্লগ করেন তিনি। অসমের তন্ত্র সাধনা নিয়ে মুখ খুলতেই বিপাকে পড়েছেন অভিষেক। দ্রুত অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন তিনি। রাজ্যের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে। অভিষেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ ঘটনার পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন অভিষেক কর।