আজকাল ওয়েবডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী এখন তিহার জেলে বন্দি। তাহলে প্রশ্ন উঠছে কে দিল্লিতে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করবেন? তবে জেলে বসেই সেই সমস্যার সমাধান করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


তিনি দিল্লির লেফটনেন্ট গভর্নরকে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন তার বদলে সেদিন পতাকা তুলবেন দিল্লির মন্ত্রী আতিষী। কেজরিওয়াল জানিয়েছেন তিনি তিহার জেলে বন্দি থাকলেও তার মন দিল্লির জন্য পড়ে আছে। প্রতিবার তিনি স্বাধীনতা দিবসের পতাকা তিনি তোলেন। তবে এবার হয়ত সেটা তিনি করতে পারবেন না। কিন্তু অনুষ্ঠানে যাতে কোনও বিঘ্ন না হয় সেজন্য তিনি আগে থেকে এই অনুরোধ করে রাখলেন।


আতিষী তার নির্ভরযোগ্য একজন মন্ত্রী যিনি দিল্লির মানুষদের জন্য সর্বদা কাজ করেন। তাই তিনি না থাকলে যেন এই কাজ করতে তাকেই দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় তিহার জেলে বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির করা মামলায় তিনি জামিন পেলেও সিবিআই করা মামলার জেরে তিনি তিহার জেলে বন্দি। লোকসভা ভোটের সময় তাঁকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট।


তখন তিনি ভোটের প্রচার করেছিলেন। তবে সেই সময় পার হওয়ার পর ফের তিহার জেলে তিনি আত্মসমর্পন করেন। তারপর বেশ কয়েকবার জামিনের আর্জি নিয়ে কেজরিওয়াল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে প্রতিবার তাঁকে নিরাশ হতে হয়। এরপর সুপ্রিম কোর্ট তাঁকে ইডির করা মামলায় জামিন দিলেও তিনি জেল থেকে মুক্তি পাননি।