আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকেই নজর ছিল শীর্ষ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের মামলার। শুক্রবার প্রথম ভাগেই এই মামলার শুনানি শুরু হয়। শুনানির পর জানা গেল, ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় আপ-সুপ্রিমোর। জানা গিয়েছে, ইডির মামলায় স্বস্তি পেলেও, এখনও রয়েছে সিবিআইয়ের মামলা।

উল্লেখ্য, এর আগেও কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির নিম্ন আদালত। তবে জামিনের পর জেলমুক্তির আগেই নিম্ন আদালতের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হয়। পুনরায় জেলেই থেকে যেতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। ইডির গ্রেপ্তারি বেআইনি, এই আবেদন জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন আপ সুপ্রিমো। তবে হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। তারপরেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল। শুক্রবার তাঁকে অন্তবর্তী জামিন দেওয়া হলেও সিবিআইয়ের মামলার কারণে এখনও তাঁকে জেলেই থাকতে হবে। পৃথক ভাবে ওই মামলায় জামিন পেতে হবে তাঁকে। ১৭ জুলাই ওই মামলার শুনানি রয়েছে।

২১ মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কেজরিওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছিলেন। তবে গ্রেপ্তারির পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। কার্যত জেল থেকেই দিল্লি চালাচ্ছেন তিনি। মাঝে নির্বাচনকালে প্রচারের জন্য তাঁকে ২১ দিনের শর্তসাপেক্ষ জামিন দেওয়া হয়। নির্বাচন শেষে ২ জুন, তিহাড়ে ফিরে যান তিনি। ফের ১২ জুলাই ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। উল্লেখ্য, কেজরির অন্তর্বর্তী জামিনের শর্ত কী হবে, নিম্ন আদালতকে তা ঠিক করার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ।