আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের মুখে আবারও বড়সড় সড়ক দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে পড়ে গভীর খাদে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান। আহত হয়েছেন আরও ছয়জন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কাথুয়া জেলায়। সুকরালা দেবী মন্দিরের কাছে মাচেদি-বিলাওয়ার সড়কে দুর্ঘটনাটি ঘটে। নির্বাচনের ডিউটি সেরে ফিরছিলেন জওয়ানরা। গাড়িতে সাতজন জওয়ান ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। সেটি তখনই উল্টে পড়ে গভীর খাদে।
দুর্ঘটনার পরে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন স্থানীয়রা। তাঁরাই সেনাবাহিনীকে খবর পাঠান। এত গভীরে গাড়িটি উল্টে পড়ে, সেখান থেকে জওয়ানদের উদ্ধার করতে বেগ পেতে হয়। তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ছয়জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গতকাল জম্মু ও কাশ্মীররের বাদগামে বিএসএফ জওয়ান বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। তাতে মারা যান চার জওয়ান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন জওয়ান।
