আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তার বিশেষ জাল থাকবে এবার তাজমহলে। এর আগেও তাজমহলের নিরাপত্তা নিয়ে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আর এবার সেখানে এবার যুক্ত হতে চলেছে নতুন মাত্রা।


তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ এবং উত্তরপ্রদেশ পুলিশ। তারাই এবার তাজমহলকে আরও একটি বিশেষ নিরাপত্তা বলয় দিতে চলেছে। অপারেশন সিঁদুরের পর দেশের নিরাপত্তা নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। সেখানে তারা দেশের প্রধান সৌধ এবং পর্যটনকেন্দ্রগুলিকে নজরে এনেছে।


তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ জানিয়েছেন, একটি অ্যান্টি ড্রোন সিস্টেম নিয়ে আসা হবে তাজমহলের নিরাপত্তায়। এর রেঞ্জ হবে ৭ থেকে ৮ কিলোমিটার। এই সীমানার আসা যেকোনও ড্রোনকে এটি অতি সহজেই চিনে নেবে। 


যদি কোনও ড্রোন তাজমহলের খুব কাছে চলে আসে তাহলে অতি সহজেই তাকে নষ্ট করে দেবে এই সিস্টেম। এরফলে তাজমহলের নিরাপত্তা অনেক বেশি শক্তপোক্ত হবে বলেই মনে করছেন প্রশাসনের কর্তারা। যে পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাদেরকে এটিকে চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। 


যদি সন্দেহজনক কোনও বস্তু তারা দেখেন তাহলে এর মাধ্যমে অতি সহজেই সেটিকে নিচে নামানো যাবে। আগামী কয়েকদিনের মধ্যেই তাজমহলের নিরাপত্তা এর হাতে তুলে দেওয়া হবে। এবিষয়ে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না।


ইউনেসকোর হেরিটেজ সাইট হল তাজমহল। এখানে প্রতি বছর বহু পর্যটক আসেন। তাদের নিরাপত্তা এবার অনেক বেশি জোরদার হল বলেই মনে করা হচ্ছে। 


প্রসঙ্গত, পহেলগাঁওতে জঙ্গি হামলা চালানোর পর ভারত অপারেশন সিঁদুর দিয়ে প্রত্যাঘাত করে। ভারতের প্রত্যাঘাতের জেরে পিছু হঠে পাকিস্তান। এরপরই দেশের প্রধান স্থানগুলির নিরাপত্তা আরও বেশি জোরদার করতে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাজমহলের নিরাপত্তা তাকেই ফের একবার নিশ্চিত করল।