আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাতে ছারখার অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে একদিনে দুই রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এর মধ্যে তেলেঙ্গানায় দশজন এবং অন্ধ্রপ্রদেশে নয়জনের মৃত্যু হয়েছে। জলের তোড়ে আরও তিনজনের ভেসে যাওয়ার খবর পাওয়া গিয়েছে অন্ধ্রপ্রদেশে। তাঁদের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে তেলেঙ্গানায় আরও একজন নিখোঁজ। 

 

রেল সূত্রে খবর, দুই রাজ্যে ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, রেললাইনে জল জমার কারণে এই পর্যন্ত ১৪০টি ট্রেন বাতিল করা হয়েছে। ৯৭টি ট্রেন ঘুরপথে চলছে। ট্রেন চলাচল স্তব্ধ হওয়ায় বিভিন্ন স্টেশনে আটকে অন্ততপক্ষে ছয় হাজার যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না বলেও জানানো হয়েছে। 

 

প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশেই ১৭ হাজার মানুষ ঘরছাড়া। বন্যা পরিস্থিতির কথা জানতে পেরেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই রাজ্যেকেই সবধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ইতিমধ্যেই জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

 

ভারি বৃষ্টিপাতের কারণে তছনছ হায়দরাবাদও। জলমগ্ন রাস্তাঘাট। রাতভর বৃষ্টিতে জল জমে যাওয়ায় একাধিক রাস্তাঘাট বন্ধ। এই পরিস্থিতিতে সোমবার হায়দরাবাদের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী চারদিন অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে। তবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।