আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌অপারেশন সিঁদুর এর পর সীমান্ত লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও ডিজিপিদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই শাহ ছুটিতে থাকা আধাসামরিক বাহিনীর প্রধানদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।


বুধবার দুপুরে শাহ ভার্চুয়ালি বৈঠক করেন সীমান্ত লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে। ভার্চুয়ালি বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নবান্ন সূত্রে এমনটাই জানা গেছে।


পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু–কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং মুখ্যসচিবরা বৈঠকে ছিলেন। সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’–এর পরই সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনা ক্রমাগত গোলাবর্ষণ শুরু করেছে। সেই আবহে বৈঠকে সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ নাগরিকদের যত দ্রুত সম্ভব সরিয়ে আনার নির্দেশ দেন শাহ। বৈঠকে তিনি জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই ভারতের কাছে অগ্রাধিকার।


সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘‌অপারেশন সিঁদুর’‌ এর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–র প্রধান দলজিৎ সিং, জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যোগাযোগ রেখেছেন। পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। কারণ ‘‌অপারেশন সিঁদুর’‌ এর পর জম্মু–কাশ্মীরের একাধিক জায়গায় গোলাবর্ষণ করেছে পাক সেনা।