আজকাল ওয়েবডেস্ক: একটি ভাইরাল ভিডিও। আর তাকে নিয়ে একেবারে তুলকালাম। এই ভিডিও প্রকাশিত হতেই ফের একবার লজ্জার মাথা হেট হয়ে গিয়েছে এয়ার ইন্ডিয়ার। সেখানে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকজন কর্মী অফিসের ভিতরেই নাচ-গানে মজা করছেন। যেসময় এয়ার ইন্ডিয়ার বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ল তারপরই নাকি তারা এই কাজটি করলেন। এরপরই ধিক্কার উঠল বিভিন্ন মহল থেকে। 


এই ভাইরাল ভিডিও সামনে আসার পরই কঠোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। তারা সেদিন সেখানে উপস্থিত থাকা ৪ জন সিনিয়র কর্মীকে চাকরি থেকে সরিয়ে দিল। যেখানে ১২ জুনের বিমান দুর্ঘটনায় প্রচুর মানুষ নিজেদের প্রাণ দিলেন সেখানে এই ধরণের উদ্দাম নাচ কোন ধরণের মানসিকতার পরিচয় দেয় সেটাই প্রশ্ন উঠেছে দিকে দিকে।


এয়ার ইন্ডিয়ার গুরগাঁওয়ের অফিসে এই পার্টি চলছিল। যেদিন বিমান দুর্ঘটনা হয় ঠিক তার পরদিনই এই নাচানাচির অনুষ্ঠান করা হয়েছিল। ২৬০ জনের প্রাণের কোনও হয়তো দামই ছিল না এই কয়েকজনের কাছে। তাই তারা এমন নৃশংসতার পরিচয় দিল। 

 

?ref_src=twsrc%5Etfw">June 22, 2025


যারা নাচানাচি করছিল তারা নিজেদের সঙ্গে বাকিদের ডেকে নিয়ে গোটা অনুষ্ঠানটি আরও আকর্ষক করে তুলতে চাইছিল। এয়ার ইন্ডিয়ার এক কর্তৃপক্ষ জানিয়েছেন, যেভাবে সেদিন দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ হারিয়েছিল সেখান থেকে এই ধরণের কাজ মোটিই কাম্য নয়। তাই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল। 


গত ১২ জুন, অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১। তাতে ছিলেন ২৪২ জন। রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি সামনের বিল্ডিংয়ে ধাক্কা খায় এবং ভেঙে পড়ে। মুহূর্তে তাতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৪ জনের। বিমানটিতে ভারতীয় ছাড়াও ব্রিটেন, কানাডা এবং পর্তুগালের নাগরিক ছিলেন। ঘটনার পরের দিনই বিমানের একটি ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছিল বিল্ডিংয়ের ছাদ থেকে। চার দিন পর উদ্ধার করা হয় দ্বিতীয় ব্ল্যাক বক্সটি। তদন্ত চলছে।