আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়েছে। বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পরেই জানিয়েছে যাত্রী সংখ্যা, বিমান ক্রু-এর সংখ্যাও। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটে পোঁছে গিয়েছেন। 

সময় যত এগোচ্ছে, দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে একে একে তথ্য উঠে আসছে। এর মাঝেই সামনে এসেছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। যুবকের ওই পোস্টে চোখে জল নেটিজেনদের।

লন্ডনের যোগাপ্রেমী জেমি মিক ভারতে এসেছিলেন। গুজরাট সফর শেষে ফিরে যাচ্ছিলেন লন্ডনে। ভারতে কেমন কেটেছে সময়? সেসব ‘ম্যাজিকাল মোমেন্ট’-এর কথা জানিয়েছেন আগেই। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেসব শেয়ার করে লিখেছিলেন, ‘এটাই ভারতে শেষ রাত।‘ 

বৃহস্পতিবার সকালে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কয়েক মুহূর্ত আগেও পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন, ‘গুডবাই ইন্ডিয়া।‘ অর্থাৎ বিদায় ভারত। 

ইতিমধ্যে বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরেই তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খোবর, আশঙ্কা করা হচ্ছে, মৃত্যু হয়েছে বিমানে থাকা সকলেরই। বিমানটি মূলত যে মেডিক্যাল কলেজের হস্টেলের দেওয়ালে ধাক্কা মারে, সেখানকার অন্তত ১২জন ছাত্রের মৃত্যু হয়েছে বলে খোবর সূত্রের। 

লন্ডনগামী বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে ব্রিটিশ সরকারও। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তারা। ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে সরকারের তরফে।