আজকাল ওয়েবডেস্ক : এয়ার ইন্ডিয়ার একটি বড় পদক্ষেপ। এবার থেকে তারা ব্রিটেন এবং ইউরোপের পরিষেবা বাড়িয়ে দিল। দেশের বিভিন্ন শহর থেকেই এই দুটি গন্তব্যে এবার থেকে অতি সহজে যাতায়াত করা যাবে। তবে কলকাতা থেকে লন্ডন যাওয়ার সরাসরি কোনও বিমান নিয়ে কথা বলেনি এয়ার ইন্ডিয়া।


এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বহুদিন ধরেই যাত্রীদের মধ্যে এই দাবি করা হয়েছিল। তাকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হল। চলতি বছরের ৩০ মার্চ থেকেই এই সিদ্ধান্তকে কার্যকর করা হবে বলেই জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দিল্লি থেকে লন্ডনে এবার থেকে আরও তিনটি বিমানকে যুক্ত করা হল। এতদিন ধরে যেখানে সপ্তাহে ২১ টি বিমান চলাচল করত। এবার থেকে সেখানে ২৪ টি বিমান চলাচল করবে। 


অমৃতসর থেকে বার্মিংহাম পর্যন্ত তিনটির বদলে এবার থেকে চারটি বিমান চলবে। অমৃতসর থেকে লন্ডন পর্যন্ত বিমান চলবে চারটি। এটি এতদিন ধরে তিনটি ছিল। 


আহমেদাবাদ থেকে লন্ডনে বিমান চলবে পাঁচটি করে। এটি এতদিকে চলত ৩ টি করে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন রুটেও বিমান পরিষেবা বাড়িয়েছে এয়ার ইন্ডিয়া। দিল্লি থেকে সরাসরি জুরিখ এবং ভিয়েনাতে সাপ্তাহিক বিমানের পরিষেবা বাড়বে। 

 


এয়ার ইন্ডিয়ার এই পদক্ষেপের ফলে দেশের বিভিন্ন অংশ থেকে মানুষ অতি সহজেই এই দেশগুলিতে সরাসরি যেতে পারবেন। সেখানে বিকল্প কোনও রুটের কথা ভাবতে হবে না। এক যাত্রী জানিয়েছেন, যদি এই পরিষেবাটি দ্রুত শুরু হয়ে যায় তাহলে তাদের পক্ষে অনেক বেশি সুবিধা হবে। সেখানে এয়ার ইন্ডিয়ার এমন একটি পদক্ষেপ অনেক বেশি সফল হবে বলেই মনে করা হচ্ছে। 


বহুদিন ধরেই নানা মহলে এই রুটগুলিতে বিমান পরিষেবার কথা বলা হয়েছিল। সেইমতো চলতি বছর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে নিল এয়ার ইন্ডিয়া। তারা মনে করছে এরফলে এই সংস্থা যেমন উপকৃত হবে।  ঠিক তেমনভাবেই যাত্রীদেরও অনেক বেশি সুবিধা হবে।