আজকাল ওয়েবডেস্ক: আমেদাবাদে বিমান ধ্বংসের পর উড়ান নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। এবার দুবাই বিমানবন্দরের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানে দীর্ঘ পাঁচ ঘন্টা বাতানুকুল যন্ত্র বিকলের অভিযোগ উঠল। ওই বিমানের যাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়ান নির্ধারিত সময়ের পাঁচ ঘন্টারও বেশি সময় পর দুবাই থেকে রাজস্থানের দিকে রওনা হয়েছিল। 

এই ঘটনা গত ১৩ জুনের।  এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX 196 দুবাই থেকে রাজস্থানের জয়পুর যাচ্ছিল। যাত্রীরা অভিযোগ করেছেন যে, দুবাই বিমানবন্দরে প্রচণ্ড গরমের মধ্যে তাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে পাঁচ ঘন্টা ধরে এয়ার কন্ডিশনিং ছাড়াই বসতে বাধ্য করা হয়েছিল।

যাত্রীদের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, বয়স্ক এবং শিশু-সহ সকলেই ঘামছে, এসি ছাড়া অস্বস্তিকরভাবে সকলেই বিমানে বসে রয়েছেন। যাত্রীরা জানিয়েছেন, দুবাই বিমানবন্দরে বাইরের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল। সন্ধ্যা ৭.২৫ মিনিটে বিমানের ওড়ার কথা থাকলেও তা রওনা দিয়েছিল রাত ১২.৪৫ মিনিটে।

 

?ref_src=twsrc%5Etfw">June 15, 2025

প্রচণ্ড গরমে কেবিনের ভিতরে গরমের কয়েকজন বয়স্ক ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেই সময়ে যাত্রীদের জন্য পর্যাপ্ত জল পর্যন্ত সরবরাহ করা হয়নি বলেও অভিযোগ।

তারা বিমান সংস্থা এবং অসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (DGCA) কাছে জবাবদিহির দাবি করেছেন।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।