আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর কাণ্ড, ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান মিরাজ। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে ভেঙে পড়ে মিরাজ ২০০০ যুদ্ধবিমান। প্রশিক্ষণ মহড়ার সময় যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। তবে হতাহতের খবর নেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ু সেনা কর্তৃপক্ষ।

দুর্ঘটানাগ্রস্ত যুদ্ধবিমানটি দ্বি-আসন বিশিষ্ট। প্রশিক্ষণ মহড়ার সময় ওই বিমানে দু'জন চালক ছিলেন। তবে বায়ু সেনা জানিয়েছে যে, এই দু'জন চোট পেলেও তাঁদের অবস্থা স্থিতিশীল। 

ভারতয়ী বায়ুসেনার তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, "বায়ু সেনার একটি মিরাজ ২০০০ বিমান আজ শিবপুরী (গোয়ালিয়র)-এর কাছে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় সিস্টেমের ত্রুটির কারণে পর ভেঙে পড়েছে। উভয় পাইলট নিরাপদে বেরিয়ে এসেছিলেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"

 

?ref_src=twsrc%5Etfw">February 6, 2025

ফ্রান্সের ডাসল্ট এভিয়েশনের তৈরি বহুমুখী যুদ্ধবিমান মিরাজ ২০০০, ১৯৭৮ সালে প্রথমবারের মতো আকাশে উড়েছিল। ফরাসি বিমান বাহিনী ১৯৮৪ সালে মিরাজ ২০০০ অন্তর্ভুক্ত করে। ডাসল্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৬০০টি  মিরাজ ২০০০ তৈরি করা হয়েছিল, যার মধ্যে ৫০ শতাংশ ভারত-সহ আটটি দেশে রপ্তানি করা হয়েছিল।

মিরাজ ২০০০-এর একটি একক আসনের সংস্করণও রয়েছে। ভারতীয় বিমানবাহিনীতে, মিরাজ ২০০০ কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এই যুদ্ধবিমান সন্ত্রাসবাদী এবং পাকিস্তানি বাহিনীর দখলে থাকা পাহাড়ের চূড়ায় অত্যন্ত নির্ভুলতার সঙ্গে লেজার-নির্দেশিত বোমা ফেলেছিল।