আজকাল ওয়েবডেস্ক: গণেশ চতুর্থীর উৎসব যখন সারা দেশে চলছে, এরই মধ্যে একটি অদ্ভুত অথচ হৃদয়স্পর্শী ভিডিও নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। ছোট্ট এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিড়াল শান্তভাবে ঘুমিয়ে রয়েছে ভগবান গণেশের প্রতিমার হাতে। ভিডিওতে দেখা যায়, বিড়ালটি আরামে গুটিসুটি মেরে শুয়ে আছে, যেন সে সবচেয়ে নিরাপদ ও শান্ত আশ্রয় খুঁজে পেয়েছে।


বিশু দেওলেকার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এটিকে গণেশ চতুর্থীর আগে দেখা সবচেয়ে আদুরে ভিডিও বলে মন্তব্য করেছেন। অনেক দর্শক এই দৃশ্যকে একইসঙ্গে মিষ্টি ও প্রতীকী বলে বর্ণনা করেছেন। কেউ কেউ “Bro is in safe hands” লিখে মজার ছলে আবার আবেগঘনভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vishu Deolekar???? (@vishudeolekar)