আজকাল ওয়েবডেস্ক: পুনে জেলার তলেগাঁও ইন্দোরির ইন্দ্রায়নী নদীর উপর একটি পুরনো সেতু রবিবার দুপুরে ভারী বৃষ্টির মাঝে ধসে পড়ে। এতে ৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। সেতুটি নদীতে পড়ে গেলে জলের প্রবল স্রোতে প্রায় ১৫-২০ জন ভেসে যান। এখন পর্যন্ত ৫-৬ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে জেলা প্রশাসন, পুলিশ এবং এনডিআরএফ দল উদ্ধারকাজে লিপ্ত। ১৫টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস থেকে ফড়নবীসের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির খোঁজ নেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শোক প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় বিধায়ক সুনীল শেলকে জানান, সেতুটি মূলত কৃষকদের যাতায়াতের জন্য তৈরি হয়েছিল। কিন্তু পর্যটকদের ভারে এবং বাইক চলাচলের কারণে এটি ধসে পড়ে। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেতুতে ভিড় করায় দুর্ঘটনাটি ঘটে।
