আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরশুমে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। সপ্তম পে কমিশনের আওতায় আবারও বাড়ছে ডিএ। দশেরার আগেই সুখবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। খুব শীঘ্রই কেন্দ্র সরকারের তরফে ডিএ বাড়ানোর ঘোষণা করা হবে বলেই খবর।
সূত্রের খবর, সপ্তম পে কমিশনের আওতায় এবার ৩ শতাংশ ডিএ বাড়বে। আগামী ২৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এই বৈঠকের পরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে। সেপ্টেম্বরের শেষেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে অক্টোবর থেকে নতুন ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সপ্তম পে কমিশনের আওতায় ৩ শতাংশ ডিএ বাড়লে ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। সাধারণত বছরে দুইবার বেতন, ডিএ বাড়ানো হয়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে ইতিমধ্যেই। এবার আরও ৩ শতাংশ ডিএ বাড়ানো হবে। সাধারণত অক্টোবর মাসে ঘোষণা করা হয়। তবে সূত্রের খবর, সেপ্টেম্বরের শেষেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে।
