আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা ক্লিনিকে ঢুকেই বৃদ্ধের অশ্লীল অঙ্গভঙ্গি। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক তরুণী। থানায় তরুণীর মুখে ঘটনার বর্ণনা শুনে চমকে উঠেছে পুলিশও। অভিযুক্ত বৃদ্ধের খোঁজে চলছে তল্লাশি অভিযান। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। পুলিশ জানিয়েছে, পুনের বিশ্রামবাগে ৩ জুলাই সন্ধ্যায় শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে। ওই এলাকার একটি বেসরকারি ক্লিনিকে রিসেপশনিস্ট হিসেবে কাজ করেন ২৭ বছরের তরুণী। ঘটনার দিন ডাক্তার সহ অন্যান্য কর্মীরা কাজ শেষ করে বেরিয়ে গিয়েছিলেন। তখনই ফাঁকা ক্লিনিকে ঢোকেন ৭৩ বছরের এক বৃদ্ধ। 

 

তরুণী জানিয়েছেন, ক্লিনিকে ঢুকেই চিকিৎসক আছেন কিনা জিজ্ঞেস করেছিলেন বৃদ্ধ।‌ তিনি অসুস্থ বলেও জানিয়েছিলেন। হঠাৎ কাছে এসে বলেন, 'একটু চুমু দাও'! শুনেই আঁতকে ওঠেন তরুণী। এরপরই অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন। হঠাৎ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলেন, 'আমার কাছে টাকা আছে। নামী রেঁস্তোরায় খাবার খাওয়াব। তুমি যা চাইবে, সব দেব। শুধু আমি যা বলব, তাই করতে হবে।' 

 

আতঙ্কে ক্লিনিক ছেড়ে পালিয়ে যান তরুণী। রাস্তাতেও তরুণীর পিছু নেন বৃদ্ধ। পরেরদিন আবারও ক্লিনিকে আসবেন কিনা, বাড়ি ফেরার পথে দেখা করবেন বলেও হুমকি দেন বৃদ্ধ। সেদিন ক্লিনিক থেকে বেরিয়েই সোজা থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন তরুণী।