আজকাল ওয়েবডেস্ক: ফের বেপরোয়া গতির বলি একাধিক পড়ুয়া। পরীক্ষা দিতে যাওয়ার পথে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট সাতজন। যাঁদের মধ্যে পাঁচজন পড়ুয়া রয়েছেন। প্রত্যেকেই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের জুনাগড়ে। পুলিশ সূত্রে খবর, আজ, সোমবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে জুনাগড়ের জোতপুর-বেরাবল হাইওয়েতে। ভান্ড্রি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারান একটি গাড়ি। তাতেই ছিলেন পাঁচজন পড়ুয়া। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সড়কের উল্টোদিকে ঢুকে পড়ে। সেই দিকেই উল্টোদিক থেকে আসা আরও একটি বেপরোয়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই গাড়িটির।
সংঘর্ষের জেরে দু'টি গাড়িই পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুমড়ে যাওয়া গাড়ি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাতজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচজন পড়ুয়া ছিলেন। তাঁরা একটি গাড়িতে ছিলেন। বাকি দু'জন আরেকটি গাড়ির যাত্রী ছিলেন। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের।
