আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের হরদই মেডিকেল কলেজ থেকে মাত্র ৭ দিনের একটি শিশু নিখোঁজ হয়েছে। শিশুটি ভোর ৩ টে থেকে ৪ টের মধ্যে নিখোঁজ হয় বলে সূত্রে জানা গিয়েছে। সেই সময়ে  বাবা-মা উভয়ই ঘুমাচ্ছিলেন। ঘটনা জানাজানি হতেই গোটা হাসপাতাল হুলুস্থুল৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শিশুর বাবা শিবকান্ত দিক্ষীত। বিলহেরি গ্রামের বাসিন্দা শিবকান্ত কিছুদিন আগে তাঁর স্ত্রী কে হাসপাতালে ভর্তি করেন। ১৯ জুন অস্ত্রোপচার হয়৷ এক অপরিচিত মহিলা শিশুটিকে অপহরণ করেছে বলে শিবকান্তের অভিযোগ। জানা গিয়েছে কিছু সমস্যার কারণে, তাঁরা অন্য একটি ঘরে চলে যায়। সম্ভবত সেখান থেকেই শিশুটিকে অপহরণ করা হয়। শিবকান্তের বক্তব্য অনুযায়ী তিনি রাত ২টো  পর্যন্ত জেগে ছিলেন। কিছুক্ষণ ঘুমিয়ে ওঠার পরই দেখেন শিশু নিখোঁজ। খোঁজ করতে তড়িঘড়ি  হাসপাতালের কর্মীদের কাছে যান। শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে অসহায় বাবা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছয়। 

পরিবারের বক্তব্য,ভোর ৩ টে থেকে ৪ টের মধ্যে একজন অপরিচিত মহিলা তাঁদের সন্তানকে তুলে নিয়ে গেছে। পুলিশ তদন্ত করছে। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে হাসপাতালে নিরাপত্তারক্ষী এবং কয়েকজন সিসিটিভি ক্যামেরা কাজ করছে। তারা পরিবারের সদস্য এবং হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলে কিছু সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। সিসিটিভি ফাইলগুলিও বিশ্লেষণ করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব নিখোঁজ শিশুকে খুঁজে বের করার জন্য পুলিশ দল মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে।