আজকাল ওয়েবডেস্ক: আবারও মিড ডে মিল খেয়ে অসুস্থ অসংখ্য পড়ুয়া। এবার মিড ডে মিলে মরা গিরগিটি মেশানো ছিল বলে অভিযোগ। যা খেয়ে সরকারি স্কুলের বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। দুমকা জেলার টোংরা এলাকায় একটি সরকারি স্কুলে মিড ডে মিলে মরা গিরগিটি মেশানোর অভিযোগ উঠেছে। শুক্রবার সেই মিড ডে মিল খেয়েই অসুস্থ হয়ে পড়ে স্কুলের খুদে পড়ুয়ারা। পেটে যন্ত্রণা, ঘনঘন বমির মতো উপসর্গ ছিল সকলের। তড়িঘড়ি করে তাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অসুস্থ পড়ুয়াদের অভিযোগ, মিড ডে মিলের মধ্যে মরা গিরগিটি তারা দেখতে পেয়েছিল। সেটি খেয়েই অসুস্থ হয়ে পড়েছে তারা। হাসপাতালে ভর্তি ৬৫ জন খুদে পড়ুয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। টোংরা থানায় পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে।
স্কুলের মধ্যে নিম্নমানের মিড ডে মিল পরিবেশিত হওয়ায় অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুলের মধ্যে খাবার খেয়ে এতজন পড়ুয়া অসুস্থ হওয়ার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। খাবারের নমুনা সংগ্রহ করে তদন্ত করা হবে বলেও জানা গিয়েছে। খুদে পড়ুয়াদের অসুস্থতার ঘটনায় ঝাড়খণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
