আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর জাতীয় সড়কে। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি গাড়ির ছয়জন যাত্রী। আহত আরও তিনজন। তাঁরা প্রত্যেকেই পুণ্যার্থী ছিলেন। মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভুন্ডি জেলায়। জয়পুর জাতীয় সড়কে পুণ্যার্থী বোঝাই গাড়িতে সজোরে ধাক্কা মারে আরও একটি গাড়ি। ধাক্কার জেরে পুণ্যার্থীদের গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ শুনেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর পাঠান।
ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় পুলিশ। কয়েক ঘণ্টা চেষ্টার পর দুমড়ে যাওয়া গাড়ি থেকে সকল যাত্রীদের উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, জয়পুর জাতীয় সড়কে কোন গাড়ি পুণ্যার্থীদের গাড়িতে ধাক্কা দিয়েছে তা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শী কেউ ছিলেন না। এলাকার সিসিটিভি দেখে ঘটনার তদন্ত চলছে। ঘাতক গাড়িটি পুণ্যার্থীদের গাড়িতে ধাক্কা দিয়েই পালিয়ে যায়। সেই গাড়ির খোঁজে তল্লাশি চলছে।
