আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ি থেকে হইহই করে ফিরছিলেন এক পরিবারের সদস্যরা। ঘন কুয়াশায় ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ খালে উল্টে পড়ল গাড়ি। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত ছ'জনের দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দেড়মাসের এক শিশুও রয়েছে। এখনও নিখোঁজ অনেকে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফতেহবাদে। পাঞ্জাবের ফাজিলকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, গাড়িতে ১৪ জন যাত্রী ছিলেন। সর্দারেওয়ালা গ্রামের কাছে ঘন কুয়াশার জেরে গাড়িটি সেতু থেকে ভাকরা খালে পড়ে যায়। স্থানীয়দের থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

শনিবার পর্যন্ত রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি অভিযান চালিয়ে ছ'জনের দেহ উদ্ধার করেছে। মৃতদের মধ্যে দেড়মাসের এক শিশু, ১০ বছরের এক নাবালিকা রয়েছে। আরও দু'জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি। খালে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি অভিযান।