আজকাল ওয়েবডেস্ক: পরপর অন্তত ৫০টি গবাদিপশুকে ছুঁড়ে ফেলা হল নদীতে। তাতে প্রাণ গিয়েছে অন্তত ২০টি গবাদিপশুর। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই এই বিষয়টি নজরে আসে। ঠিক কী ঘটেছে?

 

স্থনীয় পুলিশ জানিয়েছে, প্রথমে ভিডিও থেকে নজরে আসে ঘটনা। ঘটনাস্থল মধ্যপ্রদেশের শান্তা নদী। বেশ কয়েকজন মিলে নদীর জলে পরপর ছুঁড়ে দিচ্ছিল গরুগুলিকে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে নাগদ পুলিশ স্টেশনের এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল বিষয় সম্পর্কে অবগত হয়েই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই নৃশংস ঘটনায় অন্তত ১৫ থেকে ২০টি গবাদিপশু প্রাণ হারিয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ একটি মামলা দায়ের করেছে ইতিমধ্যে।

 

ইতিমধ্যে এই ঘটনায় চিহ্নিত করা গিয়েছে চারজনকে। বেটা বাগরি, রবি বাগরি, রামপাল চৌধুরী, রাজলু চৌধুরীর নামে মধ্যপ্রদেশ গৌবংশ বধ প্রতিষেধ অধিনিয়ামের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঠিক কতগুলি গরুকে ছুঁড়ে ফেলা হয়েছিল, আরও বেশি সংখ্যক গরুর মৃত্যু হয়েছে কি না, বিষয়টি তদন্তের পর আরও জানানো হবে।