আজকাল ওয়েবডেস্ক: চড়া রোদে দাঁড়িয়ে এয়ার শো দেখতে গিয়েই বিপত্তি। চেন্নাইয়ে ভারতীয় বায়ুসেনার এয়ার শো গিয়ে প্রবল ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যু হল পাঁচজনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুই শতাধিক দর্শক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ভারতীয় বায়ুসেনার ৯২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল। বায়ুসেনার অনুমান ছিল, ১৬ লক্ষ মানুষের ভিড় জমতে পারে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এয়ার শো চলাকালীন লক্ষ লক্ষ মানুষ খোলা জায়গায় জড়ো হন। চড়া রোদের মধ্যে বায়ুসেনার বিমানের এয়ার শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এয়ার শো চলাকালীন অনেকেই মাথা ঘুরিয়ে পড়ে যান। কারো কারো সানস্ট্রোক হয়। অন্ততপক্ষে ২৩০ জনকে গতকাল হাসপাতালে ভর্তি করানো হয়। ডিহাইড্রেশনের উপসর্গ ছিল অনেকের। তাছাড়া পাঁচজনের মৃত্যু হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে চেন্নাই পুলিশ সম্পূর্ণ ব্যর্থ ছিল বলেই অভিযোগ করেছেন দর্শকরা।
এয়ার শো'য়ে দুর্ঘটনার পর ডিএমকে সরকারের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলের নেতারা। যা ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। যদিও মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর আসল কারণ রিপোর্ট দেখার পরেই জানাবে তারা।
