আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর সঙ্গে ঝামেলায় কুয়োতে ঝাঁপ দিলেন যুবক। তাঁকে বাঁচাতে কুয়োয় লাফ দিলেন আরও চার জন। কিন্তু বাঁচানো গেল না একজনকেও। পাঁচজনেরই মৃতদেহ উদ্ধার হল কুয়ো থেকে।  বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগের চরহি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে স্ত্রী রুপা দেবীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল সুন্দর করমালী (২৭) নামক যুবকের। বুধবার সকালে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে নিজের বাইকটি কুয়োতে ফেলে দেন সুন্দর। পরে সেটিকে তুলে আনতে কুয়োতে ঝাঁপ দেন ওই যুবক। কিন্তু আর উঠে আসেননি। এই ঘটনায় তাঁর স্ত্রী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। সুন্দরকে উদ্ধার করতে আরও চার জন কুয়োতে ঝাঁপ দেন। সেখানেই সকলের মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। দমকলকেও খবর দেওয়া হয়। পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন।

বিষ্ণুগড়ের মহকুমা পুলিশ আধিকারিক বিএন প্রসাদ জানিয়েছেন, মৃতদের নাম সুন্দর করমালি, রাহুল করমালি, বিনয় করমালি, পঙ্কজ করমালি এবং সুরজ ভুঁইঞা। সকলেরই বয়স ২৪ থেকে ২৮-এর মধ্যে। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।