আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে একসঙ্গে পিকনিকে গিয়েছিল সাত বন্ধু। সেলফি তোলার হিড়িকে প্রাণ গেল পাঁচজনের। বাকি দু'জনের কোনওমতে বাঁচল প্রাণ। ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক শোরগোল ছড়াল তেলেঙ্গানায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায়। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদ থেকে সাত কিশোর পিকনিকের জন্য সিদ্দিপেট জেলায় ঘুরতে এসেছিল। তারা প্রত্যেকেই ১৭ বছর বয়সি। এদিন পিকনিকের মাঝে ড্যামের মধ্যে নেমেছিল সকলে। সাতজনেই হাত ধরাধরি করে জলে নামে। সেখানে গিয়ে সেলফি তুলতে শুরু করে সকলে।
ড্যামের খানিকটা গভীরে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। তলিয়ে যেতে থাকলে, একে অপরের হাত ছেড়ে দেয় সকলে। সাতজনের মধ্যে পাঁচজন তলিয়ে যায়। বাকি দু'জন সাঁতার কেটে উপরে এসে স্থানীয়দের খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
খানিকক্ষণ পরেই পাঁচজনের দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডি।
