আজকাল ওয়েবডেস্ক: নিরাপদ নয় স্কুলও? উত্তরাখণ্ডের যে ঘটনা প্রকাশ্যে এসেছে খুদের মায়ের অভিযোগের ভিত্তিতে, তাতে এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। অন্যান্য দিনের মতোই সকাল ৮টা নাগাদ মা শিশুকে স্কুলে দিয়ে এসেছিলেন। কয়েকঘণ্টা পর বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে খুদে। কী হয়েছে? মা জানতে চাওয়ায় খুদে জানায় কয়েকজনমিলে স্কুলেই তাকে মারধর করেছে, গোপনাঙ্গে যন্ত্রণার কথা জানায় মাকে। 

 

চার বছরের শিশুর উপর এই হামলার ঘটনা ঘটার পরেই অভিযোগ দায়ের করেন তাঁর মা। স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করেন, মেয়ের স্কুলের তিন পড়ুয়া, বয়স ছয় থেকে এগারোর মধ্যে, তারাই ওই খুদেক্র মারধর করে এবং ধর্ষণের চেষ্টা করে। 

 

ঘটনাটি ঘটেছে ৩সেপ্টেম্বর, উত্তরাখণ্ডের উধম সিং নগরে। পুলিশ জানিয়েছে, খুদের মায়ের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে পুলিশ। সেখানকার পুলিশ সুপার সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ৬ বছরের পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ১০ এবং সাড়ে এগারো বছরের দুই পড়ুয়াকে জুভেনাইল কেয়ারে পাঠানো হয়েছে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, ঘটনার পরও উত্তরাখণ্ড শিক্ষা দপ্তর ওই স্কুলের প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করেছে। সাসপেন্ড করা হয়েছে ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপালকেও। অভিযোগ, ঘটনা জানার পরেও, উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেননি তাঁরা।