আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বস্তারের দন্তেওয়াড়া জেলার তিন মাওবাদী কমান্ডার-সহ ২৬ জন গেরিলা আন্তসমর্পণ করলেন। এর আগে, তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুদেম জেলায় ২০ জন মহিলা সহ কমপক্ষে ৮৬ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এ দিনের উদ্যোগ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করার কেন্দ্রীয় সরকারের চলমান প্রচেষ্টার একটি বড় সাফল্য।
পুলিশ জানিয়েছে, তিন মাওবাদী কমান্ডারের মাথার দাম ছিল সাড়ে চার লক্ষ টাকা। আত্মসমর্পণকারী তিন নেতার মধ্যে রাজেশ কাশ্যপ আমদই অঞ্চলের জনমিলিশিয়া কমান্ডার হিসেবে সক্রিয় ছিলেন, তাঁর মাথার দাম ছিল তিন লক্ষ টাকা। অন্য দিকে, জনতানা সরকার স্কোয়াডের প্রধান কোসা মাদভী এবং সিএনএম-এর নেতা ছোটু কুঞ্জামের উপর যথাক্রমে এক লক্ষ টাকা এবং ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল রাজ্য পুলিশ।
দন্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই সোমবার বলেছেন, "অন্তর্দ্বন্দ্ব এবং নাশকতার আদর্শের প্রতি মোহভঙ্গের কারণেই মাওবাদের পথ ছেড়ে এঁরা আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে শামিল হচ্ছেন।" নিরাপত্তা বাহিনীর দাবি, এঁদের আত্মসমর্পণ নিরাপত্তা বাহিনীকে বাড়তি মনোবল জোগাবে।
ছত্তিশগড়ে 'নিয়া নার নিয়া পুলিশ' (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচির ফলেই এই সাফল্য বলে দাবি করা হচ্ছে প্রশাসনের তরফে।
