আজকাল ওয়েবডেস্ক: একই স্কুলে বারবার বিপদের মুখে ছাত্রীরা। আবারও মিড-ডে মিল খেয়ে গুরুতর অসুস্থ একাধিক ছাত্রী। ঘনঘন বমি, পেটে ব্যথার মতো উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি হল ২২ জন ছাত্রী। ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চালাচ্ছে শিক্ষা দপ্তর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নারায়ণপেট জেলার এক সরকারি স্কুলে। এক সপ্তাহের মধ্যে আবারও মিড-ডে মিল খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন স্কুলের একাধিক ছাত্রী। মঙ্গলবার দুপুরে মাগানুরের জেলা পরিষদ হাই স্কুলে মিড-ডে খেয়ে অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে ২২ জন ছাত্রী। গতকাল মিড-ডে মিল খেয়েছিল মোট ৪০০ পড়ুয়া। তাদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, মিড-ডে মিল খাওয়ার পর পেট ব্যথা, মাথা যন্ত্রণা, ঘনঘন বমির মতো উপসর্গ দেখা দেয় ওই ছাত্রীদের। শারীরিক অবস্থার অবনতি হতেই সরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। সকলের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রীর অভিযোগ, মিড-ডে মিলে যে খাবার পরিবেশন করা হয়েছিল, তা ঠিকমতো রান্না করা হয়নি। সেদ্ধ হয়নি আলু, বেগুন। সেই খাবার খেয়েই অসুস্থ হয় তারা।
এদিকে স্কুলের তরফে আরও জানানো হয়েছে, মিড-ডে মিল খাওয়ার পর ওই ছাত্রীরা স্কুলের বাইরে থেকেও খাবার কিনে খেয়েছিল। স্কুলের পাশের দোকান থেকে কেক, চানাচুর খেয়েছিল তারা। তদন্তকারীরা ইতিমধ্যেই ওই দোকানের খাবার এবং মিড-ডে মিলের খাবার সংগ্রহ করে, পরীক্ষা করে দেখছেন। উল্লেখ্য, ২০ নভেম্বর ওই স্কুলেই মিড-ডে মিল খেয়ে ১৭ জন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছিল। এক সপ্তাহের মধ্যে আবারও অসুস্থ হল ২২ জন ছাত্রী।
