আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণে ভাসছে তামিলনাড়ু। এরই মধ্যে চেন্নাইয়ে হাড়হিম করা ঘটনা৷ শহরের উপকণ্ঠে বাড়ির কাছে একটি খোলা জমিতে জমে থাকা বৃষ্টির জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল মাত্র দুই বছরের এক শিশুর। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়৷ 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, মৃত শিশুটির নাম প্রণীকশ্রী। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় মানগাডুতে বাড়ির বাইরে খেলছিল সে। অনুমান করা হচ্ছে, সেই সময়ই পা পিছলে সে বাড়ির পিছনের ওই জলমগ্ন জমিতে পড়ে যায়। পুলিশের ধারণা, শিশুটি আশপাশের ঝোপঝাড়ে কোনওভাবে জড়িয়ে পড়েছিল। ফলস্বরূপ জল থেকে উঠে আসতে পারেনি।

 

জানা গিয়েছে, শিশুটির বাবা সন্দীপ কুমার একটি লিফট কোম্পানিতে কর্মরত এবং মা প্রিয়দর্শিনী একটি সফ্টওয়্যার সংস্থার কর্মী। খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘুম থেকে উঠে তাঁরা প্রথমে দেখেন মেয়ে নিখোঁজ।

 

মেয়েকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এরপর তাঁরা ওই জমা জলের মধ্যে শিশুটির হাত দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পুনামল্লির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রণীকশ্রীকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মেয়ের শখ মেটাতে বস্তাভর্তি কয়েন নিয়ে শোরুমে বাবা, ধনতেরাসে মন ছুঁয়ে যাওয়া কাহিনির সাক্ষী ছত্তিশগড় 

 

ঘটনার জেরে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এই ঘটনায় আমরা কোনও অপরাধমূলক অভিসন্ধির সন্দেহ করছি না। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বাড়ির কাছে খেলার সময়ই দুর্ঘটনাটি ঘটেছে।" মানগাডু পুলিশ জলে ডুবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। বর্তমানে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠায় এই সপ্তাহে তামিলনাড়ুতে বৃষ্টি সংক্রান্ত ঘটনায় এটি তৃতীয় মৃত্যু। এর আগে মঙ্গলবার কুড্ডালোর জেলায় প্রবল বর্ষণের মধ্যে পাশের একটি বাড়ি কুঁড়েঘরের উপর ভেঙে পড়ায় দুই মহিলার মৃত্যু হয়েছিল। সেই ঘটনায়ও চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।