আজকাল ওয়েবডেস্ক: বাড়ির ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালেন দুই বন্ধু। দুই যুবক মাছ ধরে বাড়ি ফিরছিলেন। পথেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে তাঁদের সাইকেল। এরপরই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলায়। মৃতেরা বলেন, নারায়ণ (৩৫) এবং টিকেশ্বর (৩২)। তেপরা-বেলা গ্রামের এক পুকুরে দুইজনে মাছ ধরতে গিয়েছিলেন। সন্ধেয় বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন। সরু একটি গলিপথ দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। ওই পথেই পড়েছিল একটি বিদ্যুৎবাহী তার।
পুলিশ জানিয়েছে, ওই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শেই আসে সাইকেলটি। তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন দুই বন্ধু। আশেপাশের গ্রামবাসীরা ছুটে আসেন। তাঁরাই পুলিশে খবর পাঠান। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়না তদন্তের পর দেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাস্তার উপর ১১ হাজার ভোল্টের তার পড়েছিল। তাতেই সাইকেল জড়িয়ে পড়ে। কে বা কাদের দোষে রাস্তার উপর ১১ হাজার ভোল্টের তার পড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
