আজকাল ওয়েবডেস্ক: অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে বিশেষ চুক্তি হয়েছিল কুকি এবং মেতেইদের মধ্যে। কেন্দ্র এবং মণিপুরের বিজেপি সরকারের দাবি ছিল, দুই জনজাতির মধ্যে যে চুক্তি হয়েছে তাতে শান্তি ফিরবে রাজ্যে। জিরিবাম জেলায় দুই জাতির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে এই চুক্তির পর শান্তি বেশিদিন টিকল না। বিজেপির দাবি অনুযায়ী আদৌ শান্তি ফিরেছে কিনা প্রশ্ন উঠে গেল তা নিয়েও। রবিবার কাংপোকপি জেলায় গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জনের। তার মধ্যে রয়েছেন ১২ বছরের এক নাবালিকার মা। গুরুতর জখম হয়েছে ওই নাবালিকাও।
এই গুলির লড়াইয়ের পিছনে কারা দায়ী তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কুকি এবং মেতেই দুই জনগোষ্ঠী একে অপরকে দায়ী করছে। জানা গিয়েছে, রবিবার দুপুরে হঠাৎই কাংপোকপি জেলার নাখুজাং গ্রামে গুলিবৃষ্টি শুরু হয়।
নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গুলি লেগে মৃত্যু হয় দুই জনের। গুরুতর জখম হয়েছেন চারজন। তবে এই ঘটনার পিছনে কারা রয়েছে তা এখনও অস্পষ্ট।
