আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা রাজস্থানে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পড়ুয়া বোঝাই গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে দুইজন নাবালক ছাত্র। আহত হয়েছে আরও ন'জন। দুর্ঘটনায় শোকের ছায়া গোটা জেলা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে যোধপুরের কাছে ফুলোড়ি জেলায়। একটি এসইউভি গাড়িতে করে স্কুলে যাচ্ছিলেন পড়ুয়া রাজ্যের। আচমকা জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। তারা পুলিশে খবর পাঠান। ঘটনাস্থলে পৌঁছে আহত পড়ুয়াদের উদ্ধারকাজ শুরু করে পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, আহত ১১ জন পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুই নাবালক পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে বাকি ন'জন পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কীভাবে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে। আজকে দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। মৃত দুই নাবালক পড়ুয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিজেপি সাংসদরা।