আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার জের। পৃথক দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী। আহত অন্তত ৩৬ জন।
দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশেও দূষণের পাশাপাশি ভোরে থাকছে ঘন কুয়াশা। এদিন ভোরে নয়ডার ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে অপর একটি ট্রাকে। তখনই পানিপথ থেকে মথুরাগামী একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকদুটিতে ধাক্কা মারে। বাস চালক কুয়াশার জেরে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকদুটি দেখতে পায়নি। এই দুর্ঘটনায় অন্তত ১২ জন বাসযাত্রী আহত হন। আহতদের দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বিপুল যানজট তৈরি হয় এলাকায়। পুলিশ ট্রাক ও দুর্ঘটনাগ্রস্ত বাস গুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
অন্যদিকে আগ্রার কাছে ফিরোজাবাদে ঘন কুয়াশার জেরে একটি পিক আপ ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। পিছনে থাকা একাধিক গাড়ি চালক তা দেখতে না পাওয়ায় ট্রাকের উপর একের পর এক গাড়ি উঠে যায়। ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন।
আবার বুলন্দশহরে বেপরোয়া গতির একটি ট্রাক পিষে দেয় বাইককে। ঘটনাস্থলেই মারা যান বাইক চালক। পুলিশ ট্রাক চালককে গ্রেপ্তার করেছে। আবার বদাঁয়ুতে ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। মৃত যুবক পেশায় শিক্ষক ছিলেন বলে জানা গেছে। এছাড়া ঘন কুয়াশার জেরে ওই এলাকায় অন্তত দশ জন আহত হয়েছেন।
