আজকাল ওয়েবডেস্ক: সুরাট থেকে ব্যাঙ্কক যাওয়ার সরাসরি বিমান চালু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। শুক্রবার প্রথমবারের জন্য সুরাট থেকে ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা দেয়া বিমানটি। বিমানটি ছিল একেবারে ভর্তি, একটি সিটও ফাঁকা ছিল না। কেমন হল এই বিমানযাত্রা? যাত্রীরা তাঁদের অভিজ্ঞতার কথা শেয়ার করতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। জানা গিয়েছে, সুরাট থেকে বিমান রওনা দেওয়ার পর মাঝআকাশে থাকা অবস্থায় যাত্রীরা প্রায় ১৫ লিটার প্রিমিয়াম অ্যালকোহল পান করেন, যার মধ্যে ছিল চিভাস রিগ্যাল, বাকার্ডি এবং বিয়ার।
সব মিলিয়ে যার মূল্য প্রায় ১.৮ লক্ষ টাকা। মদ্যপানের পরিমাণ এত বেশি ছিল যে বিমানের ক্রু-দের ঘোষণা করতে হয় যে, ব্যাঙ্ককে পৌঁছানোর আগেই মদ শেষ হয়ে গেছে। বিমানযাত্রায় খাবারের ক্ষেত্রেও ছিল ব্যতিক্রম। যাত্রীরা নিজেদের সঙ্গে নিয়ে এসেছিলেন গুজরাটের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার যেমন থেপলা এবং খামান। এছাড়াও পিৎজা সহ বিভিন্ন খাবারও পরিবেশন করা হয় বিমান সংস্থার তরফে। সেই খাবারের পাশাপাশি যাত্রীরা নিজেদের আনা খাবারগুলোও উপভোগ করেন। কিন্তু যাত্রীর সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে। রিপোর্ট অনুযায়ী, ওই বিমানে ৩০০ জন যাত্রী ছিলেন বলে দাবি করা হয়েছে।
এক ব্যক্তি মন্তব্য করেছেন, যে বিমানই হোক, সেটি ৩০০ যাত্রী বহন করতে পারে না। সর্বোচ্চ ক্ষমতা হবে ১৭৬ জন। আলোচনায় উঠে এসেছে, গুজরাটের মদের ওপর নিষেধাজ্ঞা নীতিও। এক ইন্টারনেট ব্যবহারকারীর মন্তব্য, এই ঘটনাই স্পষ্ট করে দেয়, গুজরাটের বাসিন্দারা মদ্য পান করতে চান এবং করতে পারেন। হয়তো রাজ্য সরকার তাদের নিষেধাজ্ঞার নীতি পুনর্বিবেচনা করতে পারে। তাতে করে নিয়ন্ত্রিত বিক্রয়ের মাধ্যমে রাজস্ব আয় করতে পারবে সরকার। অনেকের মতে, গুজরাটিরা সবকিছু থেকেই আনন্দ বের করে নিতে জানে। এই ঘটনা সেটাই আরও একবার তা প্রমাণ করে দিল।
