আজকাল ওয়েবডেস্ক: করমণ্ডল উপকূলে মাছ ধরার সময় শ্রীলঙ্কার জলদস্যুরা তামিলনাড়ুর নাগাপট্টিনম জেলার ৩০ জনেরও বেশি জেলের উপর হামলা চালায়। এই আক্রমণে আহত ১৭ জন তামিল জেলে। জলদস্যুরা মৎসজীবীদের ট্রলার থেকে অবাধে লুটপাট চালায় বলেও অভিযোগ। মাছ ধরার জাল, জিপিএস সরঞ্জাম-সহ আনুমানিক ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ ও বিভিন্ন সামগ্রী নিয়ে জলদস্যুরা চম্পট দিয়েছে বলে অভিযোগ।

ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন জেলেরা। এই হামলার সময় জেলেদের ট্রলার কোডিয়াক্কারাইয়ের দক্ষিণ-পূর্বে ছিল। মাঝ সমুদ্রে আচমকা একটি স্পিডবোটে করে ছয়জন ব্যক্তি জেলেদের ট্রলারের দিকে এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ শুরু করেন বলে অভিযোগ। এতেই ১৭ জন জেলে আহত হন। তীরে ফিরে আসার পর আহত ১৭ জন জেলেকে জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত জেলেদের দাবি, জলদস্যুদের হামলা ভারতীয় জলসীমার মধ্যেই ঘটেছে।

সেরুধুরের একজন জেলে গজেন্দ্রন বলেন, "শ্রীলঙ্কার জলদস্যুরা আমাদের উপর আক্রমণ করেছে, এবং বেশ কয়েকজন জেলে এখন হাসপাতালে ভর্তি। আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়কেই হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি। আমরা বর্তমানে ধর্মঘট করছি এবং যদি এই ধরনের আক্রমণ অব্যাহত থাকে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ শুরু করব।"

গত বছরের ডিসেম্বরে একই রকম একটি ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কার জলদস্যুদের আক্রমণে তিনজন ভারতীয় জেলে আহত হয়েছিলেন। জলস্যুরা ছিনতাই করে চম্পট দিয়েছিল।