আজকাল ওয়েবডেক্স: হায়দরাবাদের পানশালা। অবৈধ কার্যকলাপের অভিযোগে সেখান থেকে একসঙ্গে ১৪০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, যাদের মধ্যে ১০জন মহিলা।
রবিবার হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, বানজারা হিলস এলাকায় ওই পানশালায় অবৈধ কার্যকলাপ চলছিল। সেই অভিযোগেই শতাধিক গ্রেপ্তারি। তারমধ্যে ৪০ জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই পানশালার ঘটনা সম্পর্কে আগেই পুলিশের কাছে খবর ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করার পর ওই পানশালা সিল করে দিয়েছে।
কিন্তু অবৈধ কার্যকলাপ কী? সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ওই পানশালায় অশ্লীল নৃত্য পরিবেশনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ওই পানশালা কতৃপক্ষ নানা রাজ্য থেকে মহিলাদের নিয়ে গিয়ে, অশ্লীল নৃত্য পরিবেশনের কাজে নিযুক্ত করত। মূলত পুরুষদের আকৃষ্ট করার জন্য তাদের এই কাজে নিযুক্ত করা হত বল পানশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ কয়েকদিন ধরে টানা নজরদারি চালানোর পরেই সেখানে অভিযান চালায়।
