আজকাল ওয়েবডেস্ক: যৌথ বাহিনীর সঙ্গে সেই এক টানা লড়াইয়ে বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিকেশ হয়েছে ১২ জন মাওবাদী। এই খবর নিশ্চিৎ করেছেন বিজাপুরের এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক। তাঁর দাবি, দক্ষিণ বিজাপুরের জঙ্গলে সকাল প্রায় ৯টা থেকে যৌথ বাহিনী মাওবাদীদের সন্দানে অভিযান চালায়। পাল্টা আগাত আনার চেষ্টা করে নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও। সন্ধে পর্যন্ত চলে গুলির লড়াই। এতেই শেষ অবধি ১২ জন মাওবাদীকে খতম করা গিয়েছে। 

ওই পুলিশ আধিকারিকের কথায়, যৌথ বাহিনীর অভিযানে সকালের দিকে কোবরা বাহিনীর ২ জওয়ান গুরুতর জখম হয়েছিলেন। তারপরই অভিযান আরও জোরদার করা হয়েছিল। আর এতেই সাফল্য এসেছে। এ দিনের অভিযানে যৌথ বাহিনীর কোনও জওয়ানের তেমন ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। চলতি মাসে রাজ্যে পৃথক সংঘর্ষে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে।

বৃহস্পতিবারের অভিয়ানে রাজ্য পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন - সিআরপিএফের (জঙ্গল যুদ্ধ ইউনিট) এর পাঁচ ব্যাটালিয়ন এবং সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়নের জওয়ানরা অংশ নিয়েছিলেন।

ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।

গত ১২ জানুয়ারি, বিজাপুর জেলার ম্যাডেড থানা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মহিলা সহ পাঁচজন মাওবাদী নিহত হন। গত বছর, ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে ২১৯ জন মাওবাদী নিহত হন।