আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের ১০৮ বছর বয়সী এক সবজি বিক্রেতা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, পাঞ্জাবের মোগা শহরে টেলা গাড়ির পাশে বসে আলু এবং পেঁয়াজ-সহ সবজি বেচছেন ওই বৃদ্ধ ব্যক্তি। নিজের বয়সকে তোয়াক্কা না করেই শতবর্ষী ওই ব্যক্তি মুখে হাসি নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁর দৈনন্দিন কাজের প্রতি অটল নিষ্ঠা এবং অঙ্গীকার দেখে দর্শকরা হতবাক। যে ইনস্টাগ্রাম ব্যবহারকারী বৃদ্ধের কথা প্রকাশ্যে তুলে ধরেছেন, তিনি ১০৮ বছরের 'যুবক'কে 'অবিশ্বাস্য আত্মা' বলে বর্ণনা করেছেন।
ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে যে, বৃদ্ধ সবজি বিক্রেতা শান্তভাবে তার গ্রাহকদের জন্য অপেক্ষা করছেন। সেই ভিডিও পোস্চের ক্য়াপশনে লেকা রয়েছে যে, 'তার জীবন কঠোর পরিশ্রম এবং সংকল্পে স্থির থাকার শক্তির প্রমাণ। সত্যিই দেখার মত, অনুপ্রেরণাদায়ক।"
বৃদ্ধ নিজেই তাঁর বয়স প্রকাশ করেছেন, সঙ্গে প্রাণবন্ত মনোভাব। তারপর তিনি তাঁর জীবন সম্পর্কে কথা বলতে থাকেন। তাঁর মানসিক শক্তি এবং অধ্যবসায় অবশ্যই অনেক সোশ্যাল মিডিয়া প্রেমিককে অনুপ্রাণিত দিচ্ছে। ইনস্টাগ্রামে পোস্টটি প্রকাশের পরপরই নানা ইতিবাচক মন্তব্যের ভিড় উপচে গিয়েছে। ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mani (@_manithind_)
একজন দাবি করেছেন যে, বৃদ্ধ লোকটি প্রায় ২৫ বছর ধরে একই জায়গায় সবজি বিক্রি করে চলেছেন। লিখেছেন, "যে পৃথিবীতে আমরা প্রায়শই লোকেদের অভিযোগ করতে দেখি, সেখানে এই লোকটি আমাদের সকলকে তাঁর কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন"
একজন ব্যবহারকারী তার বয়স জানার পর হতবাক হয়ে যান। "তার বয়স ১০৮ বলে মনে হচ্ছে না, বরং তার ৮০ এর দশকে," ব্যক্তিটি অবাক হয়েছিলেন। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, "যদি তিনি ১০৮ বছর বয়সে কাজ করতে পারেন, তাহলে আমার আর কাজ না করার কোনও অজুহাত নেই।" "তার কণ্ঠস্বর সর্বদা শক্তিশালী থাকুক। ঈশ্বর তাকে আশীর্বাদ করুন," অন্য একজন কামনা করেছেন।
একজন মনে করেন যে বৃদ্ধ লোকটি এত সপ্রতীভ থাকতে পেরেছেন কারণ তিনি এখনও তাঁর মন এবং শরীরকে সমানতালে ব্যবহার করছেন। একই রকম অনুভূতির প্রতিধ্বনি করে অন্য একজনের ব্যাখ্যা, "এই কঠোর পরিশ্রমের ফলেই বৃদ্ধ নিজেকে এত ভালোবাসতে পেরেছেন। আপনি আপনার শরীরকে যে চাপ দিতে পারেন তা সত্যিই অবিশ্বাস্য।"
একজন লিখেছেন, "যদি তাঁর গল্প অনুপ্রাণিত না করে, তাহলে পৃথিবীর কোনও কিছুই অনুপ্রাণিত করতে পারবে না। এই ব্যক্তি আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা।"
ইনস্টাগ্রামে আপলোড হওয়ার পর থেকে, ভিডিওটি ২.৬ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৩ লক্ষেরও বেশি লাইক পেয়েছে।