আজকাল ওয়েবডেস্ক: শতাধিক বিমানে বোমা বিস্ফোরণের হুমকিতে ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিমানের পর এবার টার্গেট করা হয়েছে বিলাসবহুল হোটেল। রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ের একাধিক নামিদামি, বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হল। পাশাপাশি মোটা অঙ্কের টাকাও দাবি করেছে দুষ্কৃতীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার লখনউয়ের দশটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ম্যারিওট, কমফোর্ট ভিসতা, ফরচুন, লেমন ট্রি, দয়াল গেটওয়ের মতো একাধিক বিলাসবহুল হোটেল। রবিবার সকালে একসঙ্গে হোটেলগুলিতে ই-মেল মারফত বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।
হুমকি দেওয়া ই-মেলে লেখা ছিল, 'হোটেল প্রাঙ্গণে কালো ব্যাগের মধ্যে রাখা আছে বোমা। ৪৬ লক্ষ টাকা না দিলে বোমা বিস্ফোরণ ঘটবে। রক্তের বন্যা বয়ে যাবে গোটা হোটেলে।' হুমকি দেওয়া মেল পেয়েই পুলিশে খবর পাঠান কর্তৃপক্ষ। দশটি হোটেলে পৌঁছেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত বোমার হদিশ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গতকাল গুজরাটের দশটি হোটেলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে, সেগুলি ভুয়ো। দুইদিন আগেই অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির সংলগ্ন তিনটি হোটেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। বিমান থেকে হোটেলে, ঘনঘন বোমা হামলার হুমকিতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে যাত্রী থেকে সাধারণ মানুষের মধ্যে।
