আজকাল ওয়েবডেস্ক: বোমা হুমকি এবং বোমাতঙ্ক। সাম্প্রতিক সময়ে একনাগাড়ে এই ঘটনা ঘটে চলেছে বললে ভুল বলা হবে না। প্রথমে লাগাতার বোমা হুমকি এবং বোমাতঙ্কের পরিস্থিতি তৈরি হয় একগুচ্ছ বিমানে। কয়েকদিন শতাধিক ইন্ডিগো, ভিস্তারা, এয়ার ইন্ডিয়ার বিমানে পরপর হুমকি মেলে। প্রবল আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এখানেই থেমে নয়, বিমানে বোমা হুমকির মাঝেই তালিকায় হোটেলও।
২৫ অক্টোবর জানা যায়, অন্ধ্রপ্রদেশে তিরুপতি বালাজি মন্দির সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই মন্দির সংলগ্ন তিনটি হোটেলে বোমা হুমকির মেল যায়। মেলে জানানো হয়েছিল, হোটেলে বিস্ফোরক রেখেছে আইএসআই। নির্দিষ্ট সময়ের মধ্যে হোটেল খালি করার কথাও বলা হয়েছিল। যদিও সেখানেও কিছু মেলেনি তল্লাশিতে।
এবার ফের একযোগে একগুচ্ছ হোটেলে বোমা হুমকি।অন্ধ্রপ্রদেশের পর এবার ঘটনাস্থল গুজরাট। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, গুজরাটের রাজকোটের অন্তত ১০টি হোটেলে শনিবার বোমা হুমকি মিলেছে। শনিবার বেলা পৌনে একটা নাগাদ মেল পায় হোটেল কর্তৃপক্ষ। তাতে জানানো হয়, হোটেল জুড়ে লাগানো হয়েছে বোমা। যেগুলি কয়েকঘণ্টায় বিস্ফোরণ হবে, এবং প্রাণ যাবে বহু মানুষের। দ্রুত হোটেল খালি করার কথা বলা হয় সেখানে।
তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি। বম্ব স্কোয়াড, পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ হাজির হয় হোটেলগুলিতে। দুপুর থেকে সন্ধে পর্যন্ত চলে তল্লাশি। যদিও জানানো হয়েছে, সন্দেহজনক কিছু মেলেনি।
