আজকাল ওয়েবডেস্ক: দুর্গা প্রতিমা ভাসানে সাম্প্রদায়িক দাঙ্গা উত্তর প্রদেশে। প্রতিমা ভাসানের মাঝেই চলল গুলি। সঙ্গে হাতাহাতি, অকথ্য গালিগালাজ। পুড়িয়ে দেওয়া হল একাধিক গাড়িও। দুর্গা ভাসানে দাঙ্গা ঘিরে চরম উত্তেজনা ছড়াল উত্তর প্রদেশ জুড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাহরাইচে। রবিবার রাতে দুর্গা প্রতিমা ভাসানে দাঙ্গায় মৃত্যু হয়েছে ২২ বছরের এক তরুণের। আহত হয়েছে একাধিক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভাসানের সময় গাঁক গাঁক করে গান বাজানো হয়েছিল। মাঝরাতে তারস্বরে সেই গান বাজানোকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত।
পুলিশ আরও জানিয়েছে, দুইপক্ষের মধ্যে সামান্য বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। এরপর ব্যাপক মারধর এবং মাহসি এলাকার একাধিক গাড়ি পুড়িয়ে দিয়েও চলে বিক্ষোভ। শেষমেশ একপক্ষের মধ্যে থেকে একজন প্রকাশ্যে গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হন ২২ বছরের এক তরুণ। তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। ঘটনায় আহত হয়েছেন অনেকেই।
দুর্গা ভাসানে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গুলি চালানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, দোষীদের কড়া শাস্তির পদক্ষেপ করা হবে। ঘটনার তদন্ত চলছে। বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণভাবে প্রতিমা ভাসানে নজর রাখবে পুলিশ।
